২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪১, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১৩টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১১. শক্তি শুধু --- হয় এক দশা থেকে অন্য দশায়।
উত্তর: শক্তি শুধু রূপান্তরিত হয় এক দশা থেকে অন্য দশায়।
১২. পানিকে তাপ দিলে--- হয়।
উত্তর: পানিকে তাপ দিলে বাষ্প হয়।
১৩. কাজ করার সামর্থ্যকে--- বলে।
উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
১৪. বল বা টান প্রয়োগ করে দূরত্ব অতিক্রম করাকে--- বলে।
উত্তর: বল বা টান প্রয়োগ করে দূরত্ব অতিক্রম করাকে কাজ বলে।
১৫. শক্তির নানা উৎস ও নানা---আছে।
উত্তর: শক্তির নানা উৎস ও নানা রূপ আছে।
১৬. শক্তিকে চেনার একটি সাধারণ উপায় হলো একে--- উৎসরূপে দেখা।
উত্তর : শক্তিকে চেনার একটি সাধারণ উপায় হলো একে পরিবর্তনের উৎসরূপে দেখা।
১৭. বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা রাতে--- জ্বালাই।
উত্তর : বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা রাতে বাতি জ্বালাই।
১৮. শব্দ এক ধরনের---।
উত্তর : শব্দ এক ধরনের শক্তি।
১৯. --- ব্যবহার করে আমরা কথা বলি।
উত্তর : শব্দ ব্যবহার করে আমরা কথা বলি।
২০. আমরা গান ও সঙ্গীত শুনি---মাধ্যমে।
উত্তর : আমরা গান ও সঙ্গীত শুনি শব্দশক্তির মাধ্যমে।
২১. পালতুলে যে নৌকা চলে, সেটা--- শক্তি ব্যবহার করে।
উত্তর: পালতুলে যে নৌকা চলে, সেটা বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করে।
২২. সূর্যের আলো--- করে নিয়ে বড় হয় গাছ বা জমির ফসল।
উত্তর : সূর্যের আলো করে শোষণ করে নিয়ে বড় হয় গাছ বা জমির ফসল।
২৩. যখন কাঠ বা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় , তখন রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়---।
উত্তর : যখন কাঠ বা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়, তখন রাসায়নিকশক্তি রূপান্তরিত হয় তাপশক্তিতে।


আরো সংবাদ



premium cement